দুবাইয়ে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি জামিলের সাফল্য

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২১ এ সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি হাফেজ জামিল আহমদ। ২৪তম দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিরিয়ান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমেরিকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজামেল আহমদ। চতুর্থ স্থান অধিকার করেন সংযুক্ত আরব আমিরাতের হাফেজ আবদুল রহমান, পঞ্চম স্থান অধিকার করেন সেনেগালের হাফেজ মোস্তফা।

বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৪তম দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সংস্থা আরব আমিরাতে বসবাসরত পৃথিবীর সব দেশের হাফিজদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে বাছাই করে নেয়। এবারের এই আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফিজ জামিল আহমদ।

উলেখ্য, আমিরাতে বিশ্বের অন্তত ৯০ দেশের কুরআন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। কিন্তু করোনার উপদ্রবের কারণে এবার তা আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের ধর্ম প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!