দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালেক সাম্ভালী গুরুতর অসুস্থ
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা আবদুল খালেক সাম্ভুলী গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি আছেন দীর্ঘদিন। বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
জানা যায়, মাওলানা আবদুল খালেক সাম্ভুলী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মিরাঠের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় আজ দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে প্রেরণ করা হয়। মাদরাসা কর্তৃপক্ষ বিশ্ববাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে। সূত্র: ইসলামিক মিডিয়া দেওবন্দ