পটিয়ায় হেফাজতের ৩ কর্মী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ও গত শুক্রবার দুই দিন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ৩ জন হলেন লোহাগাড়া উপজেলার শহীদুল ইসলাম (২২), পটিয়ার জিরি ইউনিয়নের সাইফুল ইসলাম (২০) ও কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের মোহাম্মদ আবদুর রহিম (৩০)। শহীদুল ইসলামকে লোহাগাড়া উপজেলার নিজ বাড়ি থেকে এবং বাকি দুজনকে পটিয়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২৬ মার্চ হেফাজত ইসলামের নেতা–কর্মীরা বিক্ষোভ করে পটিয়া থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ ওঠে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গ্রেফতার ওই তিন হেফাজত কর্মীর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!