পদ্মায় ২৬ জনের মর্মান্তিক নিহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন পদ্মায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নারী- শিশুসহ অন্ততঃ ২৬ জন নিহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে উদ্ধার তৎপরাতা জোরদার করা, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার দাবী জানানো হয়।
আজ (৩ মে) সোমবার দুপুরে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো তাৎক্ষনিক এক শোক বার্তায় তিনি এ শোক জানান। এর আগে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ আছেন । নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় ২৫ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন।পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। হতাহতদের তাৎক্ষনিকভাবে নাম পরিচয় জানা যায়নি।