আসল দাঁতের বদলে পাথরের দাঁত লাগানো যাবে?
আসল দাঁতের বদলে পাথরের দাঁত লাগানোর বিষয়ে কী বলে শরীয়ত। মোটকথা, কারো যদি আসল দাঁত পড়ে যায়, তাহলে সেই দাঁতের বদলে কি পাথরের দাঁত লাগানো যাবে?
এমনই একটি প্রশ্ন দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে করেন জনৈক ব্যক্তি। প্রশ্নে তিনি উল্লেখ করেন, আমার পরিচিত একজন মানুষের আসল দাঁত পড়ে গেছে। এখন তিনি কি পাথরের দাঁত লাগাতে পারবেন?
এ প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, হ্যাঁ! ঐ ব্যক্তি তার পড়ে যাওয়া দাঁতের জায়গায় পাথরের দাঁত লাগাতে পারবেন। শরীয়তে এতে কোনো বিধিনিষেধ নেই।