পাসপোর্ট থেকে ‘ইসরাইল বাদে’ কথাটি বাদ দেয়ায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের
বাংলাদেশের নতুন পাসপোর্ট থেকে ‘ইসরাইল বাদে পৃথিবীর সব দেশের জন্য বৈধ’ কথাটি থেকে ‘ইসরাইল বাদে’ শব্দ দু’টি বাদ দিয়ে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইলের পক্ষে সরকারের অন্যায় পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বাংলাদেশের ই-পাসপোর্টে কৃত পরিবর্তন সংশোধন করে আগের মত ‘ইসরাইল বাদে পৃথিবীর সব দেশের জন্য বৈধ’ কথাটি লিপিবদ্ধ করার দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। আজ (২৩ মে) সোমবার সন্ধ্যায় দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
মাওলানা ইসহাক বলেন, অবৈধ ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইল দীর্ঘ ছয়-সাত দশক যাবৎ ফিলিস্তিনী মুসলমানদের উপর অকথ্য জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনীদের ভূমি জবর দখল করে লাখো লাখো ফিলিস্তিনীকে উদ্বাস্তুতে পরিণত করছে। লাখো ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। এখনো ইসরাইলীদের হাতে নিহত ফিলিস্তিনিদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ শুরু থেকেই ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ও অবৈধ ইহুদীবাদী ইসরাইল রাষ্ট্রের বিপক্ষে ছিলো এবং এখনো আছে। এবং দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরাইল বাদে পৃথিবীর সব দেশের জন্য বৈধ’ কথাটি লিপিবদ্ধ ছিলো। বাংলাদেশ থেকে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিলো। এটা ছিলো বাংলাদেশের জনগণের ইহুদীবাদী ইসরাইল বিরোধী চেতনার বহি:প্রকাশ। ‘ইসরাইল বাদে’ কথাটি ছিলো স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনি জনগণের পক্ষে এ দেশের মানুষের অকুন্ঠ সমর্থনের স্মারক। কিন্তু সম্প্রতি হঠাৎ করে সরকার কোন স্বার্থের বিনিময়ে নতুন পাসপোর্টে অবৈধ ইসরাইলকে এ ছাড় দিয়েছে জাতি তা জানতে চায়।
তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিতের জন্য পাসপোর্ট থেকে ‘ইসরাইল বাদে’ কথাটি বাদ দেয়া হয়েছে বলে সরকোরের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তা হলে প্রশ্ন জাগবে বিগত পঞ্চাশ বছর যাবৎ বাংলাদেশের পাসপোর্টের কি আন্তর্জাতিক মান ছিলো না? ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দেশের পাসপোর্টে ইসরাইলের প্রতি নিষেধাজ্ঞার কথা থাকায় তাদের পাসপোর্টের কি আন্তর্জাতিক মান ক্ষুন্ন হয়েছে? আসলে সরকারের ভেতর ইসরাইলে চর ঢুকেছে। যে কারণে জনগণকে অন্ধকারে রেখে ইসরাইলের পক্ষে এরকম একটি স্পর্শকাতর পরিবর্তন আনা হয়েছে। অবৈধ ইহুদীবাদী ইসরাইলের পক্ষে কোন পদক্ষেপই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। অবিলম্বে বাংলাদেশের ই-পাসপোর্টে অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে কৃত পরিবর্তন সংশোধন করে আগের মত ‘ইসরাইল বাদে পৃথিবীর সব দেশের জন্য বৈধ’ কথাটি লিপিবদ্ধ করার জোর দাবী জানান তিনি।