পীরজঙ্গী মাজার মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুর রহমান

জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল (পীরজঙ্গী মাজার মাদরাসা) ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম ও মুগদা মদিনাবাগ মসজিদের খতীব মাওলানা আবদুর রহমানকে।

গতকাল রবিবার (১৬ মে) মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ছফিউল্লাহ রহ.-এর ইন্তেকালে মাদরাসা পরিচালনা কমিটির বৈঠক শেষে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। গতকাল রাত ৯ টা ৩০ মিনিটে মাদরাসার উপদেষ্ঠা আবু আহমেদ চৌধুরী, সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সহ-সভাপতি শরীফুর রহমান ও সেক্রেটারির উপস্থিতিতে এক বৈঠক থেকে এ ঘোষণা করা হয়।

মাওলানা আব্দুর রহমান জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রতিষ্ঠাতা আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ.-এর খাস শাগরেদ। তিনি মাদরাসার নায়েবে মুহতামিম থাকাকালীন অত্যান্ত সুনামের সাথে মাদরাসার অর্পিত দায়িত্ব পালন করেছেন।

এর আগে গতকাল রবিবার (১৬ মে) বিকাল ৩ টায় রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ছফিউল্লাহ রহ.। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। তার জানাযার নামাজ আজ সকাল ১০ টায় নিজ বাড়ী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার সুজাতপুর অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

মাওলানা ছফিউল্লাহ ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর চতুর্থ শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাইয়ুম রহ.-এর একমাত্র খলীফা, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের নায়েবে সদর। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহতামিম ছিলেন। এছাড়া রাজধানীর বড় কাটারা মাদরাসা, জামিয়া ইসলামিয়া তাতিবাজারেও মুহাদ্দিস ছিলেন তিনি। সবশেষ রাজধানীর পীরজঙ্গী মাজার জামিয়ার মুহতামিম ছিলেন তিনি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!