প্রতিবছরের ন্যায় রমজানেই ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা বেফাকের

ডেইলি সিগনেচার : বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতেও প্রতিবছরের ন্যায় এবছরও রমজানের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। আজ (২১ এপ্রিল) বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেফাক পরীক্ষার্থীদের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউনের কারণে ঘরে বসেই ‍মুমতাহীন বা পরীক্ষকরা পরীক্ষার খাতা দেখেছেন। এরপর সারাদেশকে ৪০ টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছে।অন্যান্য বছর রমজানের দুইদিন আগে থেকেই খাতা দেখার নিরীক্ষণ শুরু হলেও এবছর লকডাউনের কারণে এখনও শুরু করা যাচ্ছে না। তবে আগামী শনিবার (২৪ এপ্রিল) থেকে বেফাকের নির্দিষ্ট নিরীক্ষকদের খাতা নিরীক্ষণ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে বেফাকের ২ লক্ষ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর থেকে ২ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেয় বেফাক পরীক্ষায়। এবছর বেফাক শিক্ষার্থীদের খাতা দেখার জন্য করা হয়েছিল নতুন নিয়ম। সারাদেশকে ১২টি জোনে ভাগ করা হয়েছিলো। মুমতাহিনগণ নির্দিষ্ট জোনে এসেই দেখতেন পরীক্ষার্থীদের খাতা। কিন্তু করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে আবারও বাড়িতে বসেই খাতা দেখার সিস্টেম চালু করে বেফাক। এদিকে মুমতাহিনগণ খাতা দেখা শেষ করলে এতোমধ্যে সেগুলো বেফাকের কেন্দ্রীয় অফিসে এসে পৌঁছেছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!