ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে মিছিল সমাবেশ করা ঈমানের দাবি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে পবিত্র রমজান মাসে নামাজরত মুসল্লিদের উপর ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরাইলী বর্বর হামলা এবং ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। ইউরোপ আমেরিকাসহ বিশ্বের দেশে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে প্রতিবাদ প্রতিরোধে নেমে আসছে।

তিনি বলেন, ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে স্বাধীন রাষ্ট্রের দাবীতে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। জীবন-যৌবন ইজ্জত দিয়ে রক্তের সাগর মাড়িয়ে ফিলিস্তিনের জনগণ সংগ্রাম করছে। শতবছরের সংগ্রামে সারি সারি লাশের মিছিলে ফিলিস্তিনের জনগণ আজ চরম ভাবে নির্যাতিত ও উৎকন্ঠিত। মুসলমানদের প্রথম কিবলাহ বায়তুল মোকাদ্দস আজ অবরুদ্ধ। এই অবস্থায় আমরা বাংলাদেশের মুসলমান আজ নীরব বসে থাকতে পারি না।

ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি সংহতি প্রকাশ ও ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরাঈলী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলী ইয়াহুদীদের বিরুদ্ধে রাজপথে মিছিল সমাবেশ করা মুসলমানদের ঈমানের দাবি। এ ক্ষেত্রে সরকারী বিধিনিষেধ আরোপ করা কাম্য নয়। কিন্তু দেশের আলেম উলামাদের গ্রেফতার, নির্যাতন ও লকডাউন পরিস্থিতিতে দেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ গ্রেফতারকৃত সকল আলেম উলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, এভাবে আলেম উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে জুলুম নির্যাতন করে এ দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয় থেকে ইসলামের বিপ্লবী আদর্শের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা মুছে ফেলা যাবে না।

সোমবার (১৭ মে) বাদ আসর নগরীর সিটি পয়েন্ট থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ফিলিস্তিনে মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ৩দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলটি সিলেট সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব জিন্দাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাপ্ত হয়।

খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আশিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, মহানগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুস সহিদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবীর, জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ মাহফুজ আদনান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা মনজুরে মাওলা, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মহানগর শ্রমিক মজলিস নেতা মাওলানা সেলিম আহমদ, খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া, জালালাবাদ থানা সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শিহাব উদ্দিন, খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা সেক্রেটারি কয়েছুজ্জামান চৌধুরী, জালালাবাদ থানা সেক্রেটারি হাফিজ মাওলানা সাদিকুর রহমান, বিমানবন্দর থানা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ, কতোয়ালী পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মোস্তাফা আহমদ সোহান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুর রহীম, মাওলানা লোকমান আহমদ প্রমুখ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!