ফের ২ দিনের রিমান্ডে ‘শিশু বক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ‘শিশু বক্তা’ হিসেবে খ্যাত রফিকুল ইসলামের (২৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (১৬ এপ্রিল) শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) শুভাশীষ ধর। এর আগে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকানা থেকে আটক করে র‌্যাব।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, গত মঙ্গলবার রফিকুল ইসলাম মাদানীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শিশু বক্তা রফিকুল ইসলামের জব্দ করা মোবাইল ফোনে আপত্তিকর ও অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। রফিকুল ইসলামের মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পান। তার বিরুদ্ধে আগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!