‘বদরের বিজয়গাঁথা মুসলিমদেরকে যুগ যুগ ধরে প্রাণশক্তি জুগিয়ে আসছে’
জামিয়া কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেটের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী বলেছেন, বদর যুদ্ধ ছিল ইমানের মহাপরীক্ষা। এতে রোজাদার মুসলিমদের অপূর্ব বিজয়গাঁথা সত্য ও ন্যায়ের পথে মুসলিমদেরকে যুগ যুগ ধরে প্রাণশক্তি জুগিয়ে আসছে। তওহিদ ও ইমান যে এক অজেয় শক্তির সামনে যে দুনিয়ার সব শক্তিই মাথা নত করতে বাধ্য, এ কথা মুসলমানরা পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেলেন ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে। সেদিন সত্যমিথ্যার পার্থক্য দিবালোকের মতো উজ্জ্বলরূপে উদ্ভাসিত হয়ে উঠেছিলো।
তিনি আরো বলেন, মুমিনদের ইবাদতের বর্ষপঞ্জির প্রথম মাস হলো রমজান আর শেষ মাস শাবান। কর্মবর্ষের শুরুতে যেমন সারা বছরের কাজের পরিকল্পনা নেওয়া হয়, তেমনি রমজানে সারা বছরের ইবাদতের পরিকল্পনা নেন মুমিনরা। আল্লাহ পাক রমজানকে মুমিনদের ইবাদতের বসন্তরূপে আমাদের সামনে হাজির করেন। তাই আমাদেরকে সেই সুযোগ গ্রহণ করা উচিত।
আজ (৩০ এপ্রিল) শুক্রবার নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলে করোনা মাহামারী থেকে পরিত্রাণ চেয়ে দেশ ও মানবজাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
জামিআ সিদ্দিকায়ার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে ও উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া দারুল কুরআনের প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদ, জামিআ সিদ্দিকায়ার পরিচালক মুফতি মনসুর আহমদ ও হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী।