বাগেরহাটে বৃষ্টির জন্য নামাজ আদায় ও মুনাজাত অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অংশগ্রহকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। দেশ ও জাতির কল্যাণে বৃষ্টির জন্য আকুতি জানান।

আজ (২৬ এপ্রিল) সোমবার উপজেলার পেড়িখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয়রা সমবেত হয়ে এ নামাজ আদায় করেন। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন রামপাল উপজেলার সিকিরডাংগা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মো. ইব্রাহিম খলিল।

পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। অতি খরা ও অতিরিক্ত তাপমাত্রায় খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। মাঠ-ঘাট ফেটে চৌচির। এরপরও বৃষ্টি নেই। এই অবস্থায় একমাত্র আল্লাহ-ই ভরসা। তাই স্থানীয় জনগণ একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ অতি দ্রুত বৃষ্টি দান করেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!