বাবুনগর জামিয়ার প্রবীণ শিক্ষক মাওলানা ইসমাইলের ইন্তেকাল
ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রবীণ শিক্ষক ও ক্বেরাত বিভাগের প্রধান মাওলানা ক্বারী ইসমাইল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (২২ মে) শনিবার বিকাল ৫ টায় বাবুনগরস্হ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ২ছেলে, ৫মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগ ব্যাধিতে ভুগছিলেন। তিনি অত্যন্ত খুব সাদাসিদা চলাফেরা করতেন। বাবুনগর মাদ্রাসা আজীবন কুরআনের খেদমত করে গেছেন ৷ তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখার জন্য তার বাড়িতে ছাত্র-শিক্ষক সর্বস্তরের মানুষে ভিড় জমায়। আজ রাত সাড়ে দশটায় বাবুনগর মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে মাওলানা কারী ইসমাইলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাবুনগর জামিয়ার মুহতামিম মুহিব্বুল্লাহ বাবুনগরী। মহান আল্লাহর নিকট তার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করেন করেন।