বারো মাসের করণীয় বর্জনীয়

লেখক: মুফতি রেজাউল কারীম আবরার

বই: বারো মাসের করণীয় বর্জনীয়
লেখক: মুফতি রেজাউল কারীম আবরার
বই আলোচক: হালিম আবদুল্লাহ

ঈমানদারের জীবনে ‘অবসর’ থাকে না। তাকে বছরের ৩৬৫ দিনই আল্লাহর গোলামি করে কাটাতে হয়। এই গোলামিতেই আছে সম্মান ও মর্যাদা। সাধারণত, অধিকাংশ মুসলিম উৎসবসর্বস্ব ইসলাম পালন করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অথচ ইসলাম তাকে দিয়েছে সারা বছরের চমৎকার গাইডলাইন ও শরয়ি নির্দেশনা। আলহামদুলিল্লাহ, ‘‘কুরআন-সুন্নাহর আলোকে বারো মাসের করণীয় বর্জনীয়’’ নামে সারা বছরের গাইডলাইন নিয়ে দলিলভিত্তিক একটি সুন্দর গ্রন্থ রচনা করেছেন এদেশের উদীয়মান তরুণ আলিম ও গবেষক মুফতি রেজাউল কারীম আবরার (হাফিযাহুল্লাহ)। বইটি প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী; ইতোমধ্যে তারা মানসম্মত অনেক বই প্রকাশ করে পাঠকমহলে আস্থার জায়গা করে নিয়েছে।

বইটিতে যা আছে:
বইয়ের শুরুতে জুমু‘আর দিনের মাহাত্ম্য, এর মর্যাদা, এদিনের করণীয় ও বিভিন্ন মাসনুন আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর বিভিন্ন মাসের আলোচনা করা হয়েছে।

বইতে মুহাররাম থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত ১২ মাসের আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা এসেছে, সেগুলো হলো: আশুরার রোজা, কারবালা প্রসঙ্গ, বিদ‘আতের পরিচয়, এর বিশ্লেষণ, মিলাদুন্নবি প্রসঙ্গ ও এর পক্ষে-বিপক্ষের দলিলগুলোর পর্যালোচনা, ফাতেহায়ে ইয়াযদহম, হারাম মাসসম্পর্কিত হুকুম-আহকাম, শবে মেরাজ, শবে বরাত, এ রাতের আমল এবং করণীয় বর্জনীয় ইত্যাদি। আরও এসেছে, রামাদানের বিশেষত্ব, রামাদানের আমল, ফজিলত, শবে কদর, তারাবিহ, কুরআন খতম করিয়ে টাকা নেওয়ার হুকুম, ঈদুল ফিতর, সাদাকাতুল ফিতর, হজের মাসসমূহ, শাওয়ালের ছয় রোজা, জিলহজের প্রথম দশ দিনের আমল ও করণীয়, আরাফা দিবস, তাকবিরে তাশরিক, ঈদুল আজহা ও কুরবানি ইত্যাদি।

পাঠ-পর্যালোচনা:
বই থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, লেখক যথেষ্ট ঘাটাঘাটি করে, অসংখ্য দলিলের মাধ্যমে বইটিকে অলঙ্কৃত করেছেন। তিনি শুধু কুরআন-হাদিসই নয়, ইমামগণের বক্তব্যও আরবি নসসহ উল্লেখ করেছেন, ফলে সাধারণ পাঠক থেকে শুরু করে তালিবুল ইলমরাও ব্যাপকভাবে উপকৃত হবেন। সম্মানিত লেখক ইখতিলাফি বিষয়গুলোতে সালাফ এবং খালাফের মতামত একত্র করে সুন্দর উপসংহার টেনেছেন। হাদিসের বিভিন্ন তাহকিক তুলে ধরার ক্ষেত্রে তিনি মুহাদ্দিসগণের মন্তব্য উপস্থাপন করেছেন। ফিকহি ইখতিলাফি বিষয়গুলোতে নিকট অতীত ও সমসাময়িক নির্ভরযোগ্য আলেমগণের সিদ্ধান্ত তুলে ধরেছেন।

বইটি পড়ার প্রয়োজনীয়তা:
বিষয়বস্তুর বিচারে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বইতে বারো মাসের শরয়ি নির্দেশনা পাওয়া দারুণ ব্যাপার। যারা চন্দ্রমাসভিত্তিক বিভিন্ন নফল আমলে আগ্রহী, তাদের জন্য এই বইটি অত্যন্ত উপকারি হবে, ইনশাআল্লাহ। ‘মকসুদুল মোমেনীন’ বা ‘বারো চান্দের ফজিলত’-এর মতো অনির্ভরযোগ্য বইগুলোর উপর আর নির্ভর করতে হবে না। অনেকে না জেনে বিভিন্ন ভুল আমল করেন। লেখক এই বইতে ইবাদতের নামে সমাজে প্রচলিত বিভিন্ন বিদ‘আত, জাল হাদিস ও কুসংস্কারগুলো দালিলিকভাবে বিশ্লেষণ করেছেন। শুধু ‘বিদ‘আত’ বা ‘জাল হাদিস’ বলে থেমে থাকেননি, বরং যুগশ্রেষ্ঠ আলিমগণের মন্তব্য তুলে ধরে এগুলোর অসারতা প্রমাণ করেছেন। তাই, একজন পাঠক দ্বিধাহীনচিত্তে বইটির উপর নির্ভর করতে পারবেন, ইনশাআল্লাহ।

একনজরে
বই: বারো মাসের করণীয় বর্জনীয়
লেখক: মুফতি রেজাউল কারিম আবরার
প্রকাশন: কালান্তর প্রকাশনী
পৃষ্ঠা-সংখ্যা: ৩১৯
প্রচ্ছদ-মূল্য: ২৭০ টাকা
বাইন্ডিং: হার্ড কভার

বিস্তারিত পড়ুন
Back to top button
error: Content is protected !!