বায়তুল মুকাদ্দাস সংরক্ষণ করা বিশ্ব মুসলিমদের ঈমানী দায়িত্ব

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গা জামিয়ার মুহতামিম মুফতি রুহুল আমীন বলেছেন, বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। এটাকে সংরক্ষণ করা বিশ্ব মুসলিমদের ঈমানী দায়িত্ব। এই দায়িত্ব পালনে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে জয়নাবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। আজ (১৮ মে) মঙ্গলবার সংগঠনের প্রেস সচিব মুফতি মোহাম্মদ তাসনীম স্বাক্ষরিত বিবৃতিতে এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

মুফতি রুহুল আমীন বলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার আছে। তথাপি ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরাইল নিরীহ শিশু-নারী ইবাদাতের সময় ধর্মপ্রাণ মুসলমানদের উপর রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েলই সম্ভব। যা সকল ধরণের ধর্মীয় রেওয়াজ এবং চরম মানবতা বিরোধী কাজ হলেও জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থাসহ কেউ কোন প্রতিবাদ করছে না। ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্তিশালী ভূমিকা নিতে হবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদের আহ্বান জানান।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!