বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়ার সংক্ষিপ্ত নেসাব প্রকাশ

বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে সর্বাপেক্ষা নতুন বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের ষষ্ঠ কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্রের নেসাব প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী স্বাক্ষরিত নেসাব সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের বোর্ডভুক্ত সকল জামাতের নেসাব পূর্বের মতোই বহাল থাকবে। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় শুধু এ বছরের জন্য পরীক্ষার প্রশ্ন নিম্ন বর্ণিত অংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তাই পরীক্ষার্থীরা তদনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তবে পড়ানোর ক্ষেত্রে মূল নেসাব সম্পন্ন করার চেষ্টা থাকতে হবে’। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের ৬ষ্ঠ মারকাযী (কেন্দ্রীয়) পরীক্ষার নেসাব –

ফযীলত মারহালা (বালক-বালিকা)

সানাবিয়্যাহ ও মুতাওয়াসসিতাহ (বালক-বালিকা)
ইবতেদাইয়্যাহ ও ইফতা (বালক-বালিকা)

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ অক্টোবর বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে প্রায় ৮ শতাধিক মাদরাসা রয়েছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!