বেফাকের নায়েবে সদর হলেন আরো ৯ জন

আরো চারজন খাস কমিটির সদস্য মনোনীত

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহ সভাপতি হিসেবে আরো ৯ জনকে মনোনীত করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের নবনির্মিত ভবনের দ্বিতীয় তলায় মজলিসে আমেলার বৈঠক উনাকে মনোনীত করা হয়। বেফাকের ভারপ্র্রাপ্ত সভাপতির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বৈঠকে মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজি, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মুফতি ফয়জুল্লাহ,মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি নেয়ামতুল্লাহ ফরিদীসহ মজলিসে আমেলার ১০৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

সহ সভাপতি হিসেবে মনোনীত হলেন যারা : জামিয়া ইমদাদুল ঊলূম ফরিদাবাদ ঢাকা মুহতামিম ও বেফাকের পদত্যাগী মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক থেকে সহ সভাপতি হয়েছেন, মাদরাসা সাওতুল হেরা মাইজবাড়ী ময়মনসিংহের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, বরিশাল।

নির্বাহী সদস্য থেকে সহ সভাপতি হয়েছেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহামম্মদপুর ঢাকার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী মনসুরুল হক, জামিয়াতুস সাহাবা উত্তরা মুহতামিম ও শায়খুল হাদিস বেফাকের মাওলানা রুহুল আমীন খান উজনাভী, গাজীপুর বরমী মাদরাসার মুহতামিম মাওলানা আশেকে মোস্তফা গাজীপুর, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দত্তপাড়া নরসিংদী মুহতামিম মাওলানা শওকত আলী সরকার।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, জামিয়া মাদানিয়া শেখ এম.এ জব্বার শেখবাড়ীর মুহতামিম, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল ঊলূম বরুণার শায়খুল হাদীস ও বরুণার পীর মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী, আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া বি-বাড়িয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান। গঠনতন্ত্র অনুযায়ী তিনিই আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। এছাড়াও মাওলানা ইয়াহিয়া ও মুফতি মনসুরুল হক-সহ চারজন খাস কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!