বেফাকের নায়েবে সদর হলেন মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী
বাংলাদেশের সর্ববৃহৎ কওমি মাদরাসার শিক্ষাবোরড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের নায়েবে সদর মনোনীত হয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও বরুণার পীর মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।
আজ (৩০ অক্টোবর) শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের নতুন ভবনে বেফাকের মজলিসে আমেলার বৈঠক তাকে মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী।
বেফাকের ভারপ্র্রাপ্ত সভাপতির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মজলিসে আমেলার বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের মজলিসের আমেলার সদস্যরা।
মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী জামিয়া মাদানিয়া শেখ এম.এ জব্বার শেখবাড়ীর মুহতামিম, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল ঊলূম বরুণার শায়খুল হাদীস।