যেভাবে বেফাকের ফলাফল নজরে সানী করবেন
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ১০ মে সোমবার। ফলাফলে অনেকে কাঙ্খিত ফলাফল পেয়েছেনর। মুখ উজ্জল করেছেন উস্তাদ, বাব-মা ও মাদরাসার। আবার অনেকেই আশানুরুপ ফলাফল পাননি। কিন্তু নিজেদের পূর্ণ আত্মবিশ্বাস আছে আমার রেজাল্ট আরো ভালো হবে। তাদের জন্য বেফাক ফলাফল নজরে সানীর ব্যবস্থা রেখেছে। আপনি চাইলে আপনার ফলাফল পুন:নিরীক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে।
যেভাবে বেফাকের ফলাফল নজরে সানী করবেন : আপনার মাদরাসার একটি প্যাডে বিস্তারিত বিবরণ লিখতে হবে। যেমন আপনি কোন কিতাবের উনজরে সানীর করাতে চাচ্ছেন? অথবা কোন কিতাবে আশানুরূপ ফলাফল আসেনি তার বিবরণ লিখতে হবে। এরপর মাদরাসার মুহতামিম থেকে একটি সত্যায়নপত্রে মুহতামিমের স্বাক্ষর ও সীলসহ বেফাকের অফিসে জমা দিতে হবে।
আবেদনের সময়সীম : আগামী ২২ মে’র পর থেকে পরীক্ষার খাতার চ্যালেঞ্জ আবেদন গ্রহণ করবে বেফাক। আবেদন করা যাবে আগামী আরবি ৩০ শাওয়াল (১১ জুন) পর্যন্ত। তারপর থেকে এ বিষয়ে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের ফিস : আপনি যেই কিতাবের জন্য আবেদন করবেন কিংবা যতগুলো কিতাবের জন্য আবেদন করবেন। প্রতি কিতাবের জন্যই পরীক্ষার ফি সমপরিমাণ টাকা জমা দিতে হবে। কিন্তু যদি আপনার কোন নামের ভুল অথবা নাম্বারের ভুল কিংবা অফিসিয়াল কোন ভুল থাকে তাহলে তার সংশোধন আবেদনের জন্য কোন টাকা নেয়া হবে না।