বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার সংক্ষিপ্ত নেসাব প্রকাশ
আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ইবতেদায়ী, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলয়া ও ফজিলতের নেসাব সংক্ষিপ্ত করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। আজ (৯ অক্টোবর) শনিবার বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৩/০২/৪৩হি, তারিখের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সুপারিশ অনুযায়ী ২৫/০২/৪৩হি, তারিখের মজলিসে খাস- এর সিদ্ধান্ত মােতাবেক বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট কিতাবের নিম্ন বর্ণিত অংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অতএব পরীক্ষার্থীগণ তদনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তবে পড়ানাের ক্ষেত্রে মূল নেসাব সম্পন্ন করার চেষ্টা থাকতে হবে।
জানা যায়, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে নেসাব সংক্ষিপ্তকরণ মজলিসে খাসের বৈঠকে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ সভাপতি মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমিন ও অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান। উক্ত মজলিসে আগামী ৩০ অক্টোবর শনিবার ও ৪ ডিসেম্বর শনিবার মজলিসে শুরার সভার তারিখ নির্ধারণ করা হয়।