ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জশনে জুলুস করতে না দেওয়ার দাবি

কুমিল্লায় পবিত্র কুরআন মাজিদ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলেম-ওলামারা। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জশনে জুলুস করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আলেম-ওলামারা।

আজ (১৫ অক্টোবর) শুক্রবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় জামিয়া দারুল আরকাম ইসলামিয়ায় সংবাদ সম্মেলন করে এ অনুরোধ জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামিয়া দারুল আরকাম ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আলী আযম ও মুফতি এনামু্ল হাসান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম মুফতি মুবারক উল্লাহ বলেন, আগামী ২০ অক্টোবর কতিপয় বিদাআত বিশ্বাসী লোকজন তথাকথিত জশনে জুলুস করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ১৯৭৪ সালে পাকিস্তানের এক ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর নামে জশনে জুলুস আবিষ্কার করেন। মুসলমানদের ঈমান-আকিদাহ বিনষ্ট করার উদ্দেশ্যে এই জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে। জশনে জুলুস যেহেতু ইসলামের আলোকে শরিয়তসম্মত নয়, তাই করোনাকালীন ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস যেন কেউ না করতে পারে; সে জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। জশনে জুলুসের নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার আলেমগণ ও তৌহিদি জনতা অপপরিকল্পনাকারীদের ব্যাপারে সোচ্চার আছেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!