ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ৫ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতের কর্মী ও সমর্থক এই পাঁচজনকে গ্রেফতার করেছে ।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, হেফাজতের সহিংসতার স্থির ও ভিডিওচিত্র দেখে তাদের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।

তিনি জানান, সোমবার রাত পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৫৬টি।এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি। এসব মামলায় ৪১৪জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও প্রায় ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ৪৬২জন ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!