ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ঘটনায় গ্রেফতার আরও ৩

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । জেলা পুলিশের বিশেষ অভিযানিক দল গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতের কর্মী ও সমর্থক এ তিনজনকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, হেফাজতের সহিংসতার স্থির ও ভিডিওচিত্র দেখে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় ।

তিনি জানান, মঙ্গলবার রাত পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মামলা হয়েছে ৫৬টি । এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি । এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও প্রায় ৩৫ হাজারকে আসামি করা হয়েছে । এ পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ৪৮১জন ।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে হেফাজতের ব্যানারে মাদরাসার ছাত্ররা গত ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ওইদিন বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু স্কয়ারে হামলা চালিয়ে জাতির জনকের ম্যুরাল ভাংচুরসহ বিভিন্ন সরকারি স্থাপনায ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এ ছাড়াও গত ২৮ মার্চ হরতাল চলাকালে হরতাল সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!