ভিভোর চমক, আনছে ড্রোন ক্যামেরার স্মার্টফোন

গোটা পৃথিবীকে চমকে দিতে, অবিশ্বাস্য এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে চায়না মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। অ্যাপল আর গুগলের মতো জায়ান্ট কোম্পানীকে পেছনে ফেলে সবার আগে ফোনের ভেতরেই ড্রোন নিয়ে হাজির হয়েছে ভিভো । ধারণা করা হচ্ছে ২০২২ সালেই বাজারে আসবে স্মার্টফোনটি।

সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ১৪৪০x৩২০০ ডিসপ্লে রেজুলেশনের এই ফোনের ক্যামরো হবে ২০০ মেগাপিক্সেলের, ক্যামেরা থাকবে একটি। ৬.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, সঙ্গে থাকবে কোরনিং গরিলা গ্লাস ৭ প্রকেটশন।

প্রযুক্তিকথা.কম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটিতে থাকবে ৩২ মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।

স্মার্টফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা দেওয়া হবে তা আগে কখনো ভিভোর ফোনে দেওয়া হয় নি। ১২ জিবি র‌্যামসহ ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের এই স্মার্টফোনটিতে ৬৫ডব্লিউ কুইক ব্যাটারি চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে যাতে থাকবে ৬৯০০ মেগাহার্টজ ব্যাটারি । পুরোপুরি চার্জে চলবে ৩৬ ঘন্টা।

ভিভো স্মার্টফোনটির লঞ্চিং তারিখ বা দামের বিষয়ে অফিসিয়ালি এখনো কিছু জানায় নি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!