মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত

পবিত্র রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষায় বিজাতীয় সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে হবে। কারণ একমাত্র মঙ্গল ও অমঙ্গলের মালিক মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা। মঙ্গল শোভাযাত্রা নামে বিজাতীয় সংস্কৃতি প্রকৃত মুসলমানগণ অতীতে বর্জন করেছেন এবং এখনো বর্জন করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক রোজাদার খেয়ে, না খেয়ে রোজা রাখছেন। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।

আজ বুধবার (১৩ এপ্রিল) ছাত্র জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

রাজধানী ঢাকার পল্টনস্থ ভোজন রেস্তোরাঁয় ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি,গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা সুহাইল আহমদ, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নূরুল করিম আকরাম, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি আবুল হাশেম শাহী,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী,ইকো ছাত্র পরিষদের সভাপতি আরিফুল ইসলাম মাহমুদী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব এহতেশামুল হক সাখি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোল্লা খালেদ সাইফুল্লাহ, তালাবায়ে অারাবিয়ার সভাপতি’র প্রতিনিধি মো. উবায়দুল হক, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহসভাপতি হাফেজ অাহমদ ইসলামাবাদী, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হেদায়েত, মীম সালমান ও সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মিসবাহ, হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নামাজের জায়গায় তালা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে কর্তৃপক্ষকে তাড়াতাড়ি খুলে দেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ রমজানের মূল বিষয় তাকওয়া অর্জন করে পরিশুদ্ধ জীবন গঠন করে দেশ-জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জাতীয় দৈনিক পত্রিকায় ধর্মীয় সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তোফায়েল গাজালি, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ ও দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক বেলায়েত হোসাইনকে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!