মধ্যরাতে হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমীন গ্রেফতার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে হেফাজতের অন্তত দশজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, ‘বাসাবো থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে খবর আছে আমাদের কাছে। এদিকে মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ গত কয়েক দিনে হেফাজতের ১৬ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!