মসজিদ থেকে ইমাম ও খতিবরা নবিজীর আদর্শে কথা বলেন

ধর্ম ডেস্ক : ঢাকা মোহাম্মদপুর লালমাটিয়া মসজিদে বায়তুল হারামের খতিব মাওলানা কাজী আবু হুরায়রা বলেছেন, বাংলাদেশে সুদীর্ঘকাল যাবত বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে মডেল গড়ে উঠেছে এর সিংহভাগ অবদান এ দেশের আলেম ওলামা বিশেষ করে মসজিদের ইমাম ও খতিবদের। কারণ তারা কোরআন ও সুন্নাহর শান্তির বাণী দিয়ে সকল ধর্ম-বর্ন নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের কথাই মানুষকে মেনে চলতে বলেন। কিছু ধর্ম বিদ্বেষী লোক কোন প্রমাণ ছাড়াই বলে থাকেন যে, জুমার দিন কোন কোন মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেয়ার পরই মিছিল হয় এবং সেখান থেকে হামলা হয়। তাদের এ ধরণের বক্তব্য ডাহা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রনোদিত। মসজিদ থেকে ইমাম ও খতিবরা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে কথা বলেন। আজ (২৯ অক্টোবর) শুক্রবার ঢাকা মোহাম্মদপুর লালমাটিয়া মসজিদে বায়তুল হারামের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
মাওলানা কাজী আবু হুরায়রা বলেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে শত শত উদাহরণ রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের। যেমন হুদায়বিয়ার সন্ধি ও মদীনা সনদ এর অন্যতম উদারণ। কেউ যদি বলে যে, ইয়াহুদীদের মদীনা থেকে বের করে দেয়া হয়েছে। এ কথা বলার আগে ইতিহাস পড়ুন, এই ইয়াহুদীদেরকে নবিজী বহু সুযোগ ও স্বাধীনতা দেয়ার পরও তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এমনকি তারা নবিজীকে হত্যার চেষ্টাও বহুবার করেছে। বার বার ক্ষমার পরও তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। বাধ্য হয়ে তখন তাদেরকে বহিস্কার করতে হয়েছে। এটাতো পৃথবীর সকল আইনে স্বীকৃত যে দেশ ও দেশের মানুষের বিরুদ্বে যে বা যারা ষড়যন্ত্র করবে তারা রাষ্ট্রদ্রোহী। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এত অঢেল সুযোগ যারা গ্রহণ এবং সহ অবস্থান করতে পারেনি তারা পৃথিবীতে আর কারো সাথে সহ অবস্থান করতে পারবেনা। তাদের আর কোন স্থায়ী বাসস্থানও হবেনা। এজন্যই তারা সারা জীবন যাযাবর। আমেরিকা ইউরোপ কেউ তাদের বিশ্বাস করেনি। তারা অভিশপ্ত।
তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থ হয়েছে, সেখানে আলেম সমাজ বিশেষ করে ইমাম ও খতিবরা শতশত বছর ধরে বিভিন্ন ধর্মের লোকদের সহ অবস্থানের পক্ষে কথা বলে ও কাজ করে সফল হয়েছেন। আমরা সাম্প্রদায়িক সহঅবস্থানের পক্ষে ইসলামের বাণী প্রচার করে যাব এবং এর মডেল তৈরী করব ইনশাআাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমীন।