মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে আরো ৭ দিনের রিমান্ড
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (১৮ এপ্রিল) রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, ২০১৩ সালের রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল শেষে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত সোমবার (১২ এপ্রিল) ২০১৩ সালের পল্টন থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত কর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম জানান, গ্রেফতারের পর হেফাজতের সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং ২০১৩ সালের ৫ মে পল্টন ও মতিঝিলে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।