মাওলানা আতাউল করীম মাকসুদের জমিনে মুক্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের মামলায় গ্রেফতার মাওলানা আতাউল করীম মাকসুদ জামিনে মুক্তি পেয়েছেন। আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৬ টা ৩০ মিনিটে তিনি নারায়ণগঞ্জ জেলার জর্জকোর্ট থেকে জামিনে মুক্তি লাভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিপ্রাপ্ত আলেমের ভাই মাওলানা রেজাউল করীম আবরার।

এর আগে গত ১৩ এপ্রিল সানারপাড় এলাকা থেকে গ্রেফতার হোন তিনি। গ্রেফতারের ৩ মাস ২২ দিন পর নারায়ণগঞ্জ জর্জকোর্টের বিচারক প্যানেল তার জামিন মুঞ্জুর করে। মাওলানা আতাউল করীম মাকসুদ ফিকহ, তাফসির, হাদিস ও ইসলামি বিবিধ শাস্ত্রে বুৎপত্তি অর্জনকারী একজন শাস্ত্রজ্ঞ আলেম। তার লিখিত প্রকাশিত গ্রন্থ: ‘মহিলারা নামাজ পড়বে কোথায়’ ও ‘মাজহাবকে জানতে হলে’ মৌলিক। ‘শায়খ আলবানির ভুল বিচ্যুত’ ও ‘কাদিয়ানিবাদের প্রামাণিক বিশ্লেষণ’ অনূদিত।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!