মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত

বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়ে তাঁর শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে মাওলানা সাইফুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেইজে তাঁর ভাই ডা. নুরুল্লাহ ও ডা. নিয়ামতুল্লাহ একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘আপনাদের প্রিয় ভাই মুহাম্মদ সাইফুল্লাহ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁর কিডনির সমস্যাও বেড়েছে। আপাতত বাসায় থেকে ডা. ফয়সাল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।তারা লিখেন, শুভাকাঙ্ক্ষীগনের নিকট তাঁর সাস্থ্য ও চিকিৎসার আপডেট প্রয়োজন মনে করলে আমরাই জানিয়ে দিব ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে তার ও পরিবারের ছোট্ট তিনটি কন্যা সহ অন্য সদস্যদের জন্য দুয়া চেয়েছেন। কয়েক দিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন তিনি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!