মাওলানা ইকবাল হোসাইনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দিন : বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ও সোনারগাঁ থানা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ মে) রবিবার সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০ মে মাওলানা ইকবাল হোসাইন কারাবন্দি থাকাকালীন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

এতে নেতৃবৃন্দ বলেন, কারাবন্দি অবস্থায় উন্নত চিকিৎসার অভাবে মাওলানা ইকবাল হোসাইন শাহাদাত বরণ করেছে। তার শাহাদাতের দায় সরকারকে নিতে হবে। বিভিন্ন মহল থেকে বিচারবিভাগীয় তদন্তের দাবি করা হলেও সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। এটা দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। এভাবে আলেম-উলামাদের মৃত্যু দেশের মানুষ মেনে নিবে না। মাওলানা ইকবালের শাহাদাত ও আলেম-উলামাদের ত্যাগ তিতীক্ষার মাধমে এদেশে খেলাফত প্রতিষ্ঠার কাজ বেগবান হবে। ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ গ্রেফতারকৃত আলেম-উলামাদের মুক্তি এবং কারাবন্দি অসুস্থ্য আলেমদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দেয়াা মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ ও মাহমুদুল হাসান প্রমুখ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!