মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে আটক করেছে ডিবি

হেফাজতে ইসলাম বাংলাদেশর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে ডিবি পুলিশ আটক করেছে।সেহরীর সময়ে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
বুধবার (২১ এপ্রিল) বিকেল বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরফাত হোসাইনকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালে দায়ের করা তাকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।এর আগে গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কুরবান আলীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের ১৩ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়। আর সর্বশেষ গত ১৩ দিনে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শীর্ষ ১৩ নেতাসহ হেফাজতের মোট ২০ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অনেক নেতার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে, অনেককে পুরাতন এবং সম্প্রতি করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।