মাওলানা খুরশিদ আলম কাসেমীর জামিনে মুক্তি
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী জামিনে মুক্তি পেয়েছেন। আজ (২৭ আগস্ট) শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হোন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মাওলানা কাসেমীর বড় ছেলে মাওলানা মাহমুদ আহমদ আল হাসান জানান, গত রবিবার (২২ আগস্ট) আদালত থেকে জামিন পান মাওলানা খুরশিদ আলম কাসেমী। তবে চূড়ান্ত কাগজপত্র কারাগারে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আজ (২৭ আগস্ট) কারাগার থেকে বের হয়েছেন তিনি।
এর আগে বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে ওয়ারী গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।