মাওলানা ছফিউল্লাহ’র ইন্তিকালে মাওলানা মাহমুদুল হাসানের শোক

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের নায়েবে সদর, জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিলের (পীরজঙ্গী মাজার মাদরাসা) মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ছফিউল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সদর ও হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

আজ (১৬মে) রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। এর আগে আজ রবিবার (১৬ মে) দুপুর ৩ টায় মিরপুরের হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ নিজ বাড়ী চাঁদপুর জেলার মতলবের সুজাতপুরে আগামীকাল অনুষ্ঠিত হবে

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে আল্লামা মাহমুদুল হাসান বলেন, মাওলানা ছফিউল্লাহ রহ. বেফাকের শুরু থেকেই ছিলেন। বেফাকে তার অনেক অবদান রয়েছে। তার ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেম হারালেন। আল্লাহপাকের দরবারে মরহুমের ইলমী ও দ্বীনি খেদমতসমূহ কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

মাওলানা ছফিউল্লাহ ছিলেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর চতুর্থ শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাইয়ুম রহ.-এর একমাত্র খলীফা, কর্মজীবনে তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহতামিম ছিলেন। এছাড়া রাজধানীর বড় কাটারা মাদরাসা, জামিয়া ইসলামিয়া তাতিবাজারেও মুহাদ্দিস ছিলেন তিনি। সবশেষ রাজধানীর পীরজঙ্গী মাজার জামিয়ার মুহতামিম ছিলেন তিনি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!