মাওলানা জাফর আহমদ গ্রেফতার
হেফাজতে ইসলাম বাংলাদেম সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ ভাতুয়াকে সহিংসতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ (১ মে) বিকেলে শনিবার চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন জানান, জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। ২৬ মার্চ সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে আজ (১ মে) শনিবার দুপুরে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান জানান, সহিংসতার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় থাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য জুনায়েদ কাসেমীকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এরপর তাকে আদালতে হাজির করে প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে।