মাওলানা জুনায়েদ কাসেমীর জামিনে মুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির নেতা মাওলানা জুনায়েদ কাসেমী জামিন পেয়েছেন। আজ (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত এই জামিন মঞ্জুর করেন। জামিনের পর আজ সন্ধ্যায় সাতটায় ব্রাহ্মণবাড়িয়ার আদালত থেকে বের হয়ে বাসায় ফিরেন তিনি। এর আগে শনিবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মাওলানা জুনায়েদ কাসেমীর বাড়ি কুমিল্লায়। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হোন। উত্তরা গাউসুল আজম মসজিদের ইমাম ছিলেন তিনি।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। এই সকল মামলায় ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।