মাওলানা ড. আবদুল রাজ্জাক ইস্কান্দার ফের পাকিস্তান বেফাকের সভাপতি

মহাপরিচালক মাওলানা মোহাম্মদ হানিফ জালন্ধারী।

ফের ৫ বছরের জন্য বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পাকিস্তানের সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া উলুুমিল ইসলামিয়ার মুহতামিম মাওলানা ডা. আবদুল রাজ্জাক ইস্কান্দার। আগামী পাঁচ বছরের জন্য মহাপরিচালক নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হানিফ জালন্ধারী।

আজ (১৭ জুন) বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের দারুল উলুম জাকারিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকি উসমানির সভপতিত্বে  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন বেফাকের নতুন পুরাতন কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন মাদারিসে কওমিয়ার মুহতামিম ও ইসলামিক দলসমূহের নেতৃবৃন্দ।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদেরকে ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও দেশের হাল ধরতে হবে। কওমি মাদরাসাকে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। খতমে নবুওয়াতকে শক্তিশালী করতে হবে। দীনি ইলমকে জিন্দা রাখতে আমাদের সব ধরনের কাজ হাতে নিতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান। বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ডসমূহের অন্যতম। পাকিস্তানের ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের অধিনে আছে। দেওবন্দের চিন্তাধারায় পরিচালিত এ বোর্ড সকল মাদরাসাগুলিকে দীর্ঘ দিনব্যাপী নিয়ন্ত্রণ করে আসছে। হানাফি মাজহাবের স্কলার মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দের বোর্ডটির সভাপতি। কারী মুহাম্মদ হানিফ জালান্ধারি সাধারণ সম্পাদক। বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান কার্যালয় মুলতানে অবস্থিত। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!