মাওলানা মামুনুল হককে কাশিমপুর কারাগারে স্থানান্তর

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে থেকে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার সকালে তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এছাড়া এ মামলায় মামুনুল হককে আদালত গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন।

এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এক মাসের বেশি সময় ধরে ব্যক্তিগত জীবন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে হেফাজতের আন্দোলনসহ নানা কারণে আলোচনার কেন্দ্রে আছেন মাওলানা মামুনুল হক। নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা মনে করছে পুলিশ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!