মাওলানা মামুনুল হককে ২৪ দিনের রিমান্ড আবেদন

জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ পৃথক তিনটি মামলা ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার সোনারগাঁও থানার দায়ের করা জান্নাত আরা ঝর্ণার মামলার পুলিশ ১০ দিনের, রয়েল রিসোর্ট কান্ডে ভাংচুর সাত দিনের ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন ডিবি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট ঘটনার মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিন মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি আরো জানান, রিমান্ড মঞ্জুর হলে মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!