মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিনে মুক্তি

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকার ইসলামবাগ মাদরাসার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ (২০ আগস্ট) শুক্রবার মাগরিবের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে জমিয়তের একজন সিনিয়র নেতা জানান, এর আগেও মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৯টি মামলায় জামিন হয়। এরপর বাকি মামলাগুলো থেকে জামিন পান গত তিনদিন পূর্বে। তবে জামিনের চূড়ান্ত কাগজ কারাগারে পৌঁছাতে সময় নেওয়ায় তিনদিন পর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান।

জানা গেছে, এ সময় কারা ফটকে তাকে স্বাগত জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল ওহাব প্রমুখ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!