মাওলানা সাজিদুর রহমান বেফাকের সিনিয়র সহ সভাপতি

হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যানও তিনি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া বি-বাড়িয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান। গঠনতন্ত্র অনুযায়ী তিনিই আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

শনিবার (৩০ অক্টোবর) যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের নবনির্মিত ভবনের দ্বিতীয় তলায় মজলিসে আমেলার বৈঠক উনাকে মনোনীত করা হয়। বেফাকের ভারপ্র্রাপ্ত সভাপতির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বৈঠকে মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজি, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মুফতি ফয়জুল্লাহ,মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি নেয়ামতুল্লাহ ফরিদীসহ মজলিসে আমেলার ১০৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বেফাকের মজলিসে আমেলার বৈঠকে যিনি সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন তিনি একাধারে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সংস্থাটির তিনজন কো- চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। সর্বশেষ মুফতি ওয়াক্কাস রহ.-এর ইন্তেকালের পর শূন্য ছিল পদটি। অবশেষে প্রায় সাত মাস পর এই পদের দায়িত্ব পেলেন মাওলানা সাজিদুর রহমান।

উল্লেখ্য, বাংলাদেশের প্রায় সব মাদরাসার সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ কওমি মাদরাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। দেশের আঞ্চলিক পাঁচবোর্ড ও বেফাক বোর্ডের তাকমিল জামাতকে মাস্টার্স (এম এ) সমমান দেওয়ার জন্য গঠিত হয়েছিলো এ অথরিটি। বোর্ড গঠনের পর গত ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসাকে মাস্টার্সের (এম. এ) স্বীকৃতি দেন। প্রতিষ্ঠাকালীন এ অথরিটির চেয়ারম্যান ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহ.। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। আর প্রতিষ্ঠাকালীন কো-চেয়ারম্যান ছিলেন মাওলানা আশরাফ আলী রহ.। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ইন্তেকাল করেন। এরপর যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানকে বেফাকের (ভারপ্রাপ্ত) সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান নির্বাচন করা হয়। একই সময়ে বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের দায়িত্ব পান আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনিও ইন্তেকাল করেছেন ২০২০ সালের ১৩ ডিসেম্বর। তার ইন্তেকালের পর সর্বশেষ এই পদে নিয়োগ পান মুফতি ওয়াক্কাস রহ.। তবে তিনিও গত ৩১ মার্চ (বুধবার) ভোর ৪.৩০ মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!