মাদরাসাসমূহ খোলা রাখার বিষয়ে শীর্ষ আলেমগণ জরুরি বৈঠক অনুষ্ঠিত

চলমান বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতি নিরসন ও কওমি মাদরাসাসমূহ খোলা রাখার বিষয় ঢাকার শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে কিভাবে মাদরাসাসমূহ খোলা রাখা যায় এ বিষয়ে আলোচনা হয়। আজ (১২ এপ্রিল) সোমবার সন্ধ্যায় তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে মাওলানা ড. মুশতাক আহমাদ বলেন, চলমান এ সর্বাত্মক লকডাউনে মাদরাসাগুলো কিভাবে খোলা রাখা যায় আমরা সরকারের কাছে আবেদন করবো। আমাদের মাদরাসাগুলো খোলা রাখার অনুমতি সাথে সাথে দেশের অন্যান্য মাদরাসাগুলো মাহে রমজানে কিভাবে খোলা রাখা যায় সে আবেদন করবো। আমরা আশাবাদি আগেরবারের মত সরকার আমাদের আবেদনটির গুরুত্ব বুঝে মাদরাসাগুলো খোলা রাখার অনুমতি দিবেন।

এ বৈঠকটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকার মুহতামিম ও বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়ার মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, জামিয়া শায়েখ জাকারিয়া কাঁচকুড়ার মুহতামিম, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদিস, পীরে কামেল মাওলানা ড. মুশতাক আহমাদ, জামিয়া আযমিয়া দারুল উলুম বনশ্রীর মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ইয়াহইয়া মাহমুদ, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ফয়জী। বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিভিন্ন মাদরাসার মুহতামিম ও পরিচালকগণ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!