মাদরাসা ও স্কুলের সমন্বয়ের অনন্য মাহাদু লিসানিল কুরআন বাংলাদেশ
মাদরাসার সিলেবাসের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মিল রেখে নতুন শিক্ষাব্যবস্থা চালু করতে যাচ্ছে গাজীপুরের মাহাদু লিসানিল কুরআন। চলতি বছরের গত ৪ এপ্রিল উদ্বোধন হয় ব্যতিক্রমী এ মাদরাসা। উদ্বোধন করেন প্রখ্যাত মুফাসসির মাওলানা খুরশেদ আলম কাসেমী। উদ্বোধনের পর থেকেই মাদরাসার ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে ঈদুুল ফিতরের পর পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে রমজানের পর থেকেই ক্লাস শুরুর কথা রয়েছে প্রতিষ্ঠানটি।
সম্পূর্ণ নতুনভাবে শুরু করা এ শিক্ষাপ্রতিষ্ঠানের মহাপরিচালক মাওলানা মুফতি আবু সাঈদ মুহাম্মদ নোমান। রাজধানীর আল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতাও করেছেন সেখানে। বর্তমানে একাগ্রচিত্তে শিশুদের ভবিষ্যত শিক্ষাদীক্ষায় মনোনিবেশ করেছেন তিনি। প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মুফতি আবু সাঈদ মুহাম্মদ নোমান রাজধানীর বায়তুস সালাম থেকে দাওরায়ে হাদিস সমাপণ করেন। এরপর তামিরুল মিল্লাত থেকে কামিল ও দারুল ইহসান থেকে মাস্টার্স শেষে ২০১০ সাল ২০১৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন সেখানে। বাংলাদেশ শিক্ষাবোর্ডেও কর্মরত ছিলেন সচেতন এ আলেম।
তার ভাষায়, ‘একজন শিশুর মেধা অত্যন্ত প্রখর। তাকে সহজভাবে গড়ে তুলতে পারলে আগামীর নেতৃত্ব দিতে পারবে সে। আর এর জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ যোগ্যতা। যোগ্যতা অর্জনের অন্যতম শর্ত ইলমি জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞান। তাই আমরা উভয় ধারার শিক্ষা সিলেবাসকে সমন্বয় করে প্রতিষ্ঠা করেছি মাহাদু লিসানিল কুরআন বাংলাদেশ।’
এটি আন্তর্জাতিক শিক্ষামান সমৃদ্ধ একটি মাদরাসা। এতে আরবী ভাষার উচ্চতর ডিপ্লোমার জন্য রয়েছে ‘আরবী আদব বিভাগ’।এছাড়া মাদানী নিসাব বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, নূরানী-মক্তব বিভাগ, ইবতিদায়ী নূরানী বিভাগ ও হিফজ্ রিভিশন বিভাগ রয়েছে। এটি গাজীপুর মহানগরের বোর্ডবাজার, দক্ষিণ খাইলকুর, ৩৮ নং ওয়ার্ড, (বাদশাহ মিয়া স্কুল সংলগ্ন) উলামা ভবনে অবস্থিত।
আরবী আদব বিভাগ : এ বিভাগটিতে আধুনিক আরব লেখকদের কিতাব, বিশিষ্ট আদীব মুহিউদ্দীন ফারুকের সিলেবাস, ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সমন্বয়ে প্রণীত। অনারবদের আরবী লেখা না পড়িয়ে আরবদের আরবী লেখা কিতাব পড়ানো হবে এ বিভাগে। শিক্ষার্থীদের একজন দক্ষ ও যোগ্য আদীব হিসেবে গড়ে তোলা এ বিভাগের অন্যতম বৈশিষ্ট।
মাদানী নিসাব : এ বিভাগটি মাদানী নিসাবের প্রবক্তা মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের জামাই বিশিষ্ট আদীব মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভীর তত্ত্বাবধানে পরিচালিত। এখানে শিক্ষার্থীদের আরবী মিডিয়ামের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
নূরানী মক্তব বিভাগ : এ বিভাগটি তেজগাঁও নূরানী মাদরাসার আদলে হিফজ ইচ্ছুক ছাত্রদের জন্য স্পেশালভাবে পাঠদান করানো হয়।
ইবতিদায়ী নূরানী বিভাগ : এ বিভাগে বেফাক বোর্ড ও স্কুল বোর্ড (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) এর সমন্বয়ে পাঠদান করানো হয়। এ বিভাগের স্পেশাল বৈশিষ্ট হলো একজন শিক্ষার্থী মাত্র দ্বিতীয় শ্রেণিতে পাঠদানকালীনই কুরআনুল কারীম পূর্ণ নাজেরা শেষ করে দেওয়া হবে। এরপর মেধাক্রম হিসেবে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হিফজ কমপ্লিট করারও পূর্ণ ব্যবস্থা রয়েছে।
মাদরাসায় যাতায়াতের ঠিকানা : দেশের যে কোনো স্থান থেকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার নেমে দক্ষিণ খাইলকুর, ৩৮ নং ওয়ার্ড, (বাদশাহ মিয়া স্কুল সংলগ্ন) উলামা ভবনে গেলেই মাদরাসা। যে কোনো প্রকারের যোগাযোগের জন্য ফোন করুন: ০১৮৬৩৪০৬৮৪০, ০১৭৬১৪৮৮৫৫৬