মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামিতে ভর্তি শুরু

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীতে ৮ শাওয়াল শুক্রবার থেকে ভর্তি শুরু হয়েছে। ৮ শাওয়াল থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানটির ভর্তি চলবে ১২ শাওয়াল মঙ্গলবার পর্যন্ত। মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামির পৃষ্ঠপােষকতায় রয়েছে ‘আইএফএ কনসালটেন্সি লিমিটেড’। মুফতী আতিকুর রহমান খান পরিচালিত মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামি (Centre for Islamic Economics Studies – CIES)-এর বৈশিষ্ট্যসমূহ:

১. ফিকহুল মুআমালাতের উপর আন্তর্জাতিক মানের সিলেবাসে পাঠদান। ২. এ্যাওফি, বাহরাইন কর্তৃক ইসলামী ফিন্যান্সে উচ্চতর সার্টিফিকেট ‘সিএসএএ’ অর্জনের জন্য যােগ্যতা সৃষ্টি। ৩. আধুনিক মাসআলায় বিশেষজ্ঞ উস্তাদগণের পাঠদান। ৪. ইন্ডাস্ট্রি এক্সপার্টগণের সাথে মতবিনিময়, তাদের থেকে ক্লাস গ্রহণের সুযােগ। ৫. আইএফএসি-তে ইন্টার্নশিপ করার সুযােগ। ৬. বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত মাঠ পর্যায়ে এনালাইসিস করার সু-ব্যবস্থা। ৭. বাংলাদেশে ইসলামি অর্থনীতিতে জাগরণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লি.-এর সরাসরি তত্ত্বাবধান। ৮. ইসলামী অর্থনীতি ও ফিন্যান্সে গবেষণা। ৯. অধ্যয়নের জন্য সমৃদ্ধ লাইব্রেরি।

ভর্তি সংক্রান্ত যোগাযোগ : মােবাইল: ০১৯২০-৭৭৭২০২

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!