মালিবাগ জামিয়ার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলামের ইন্তেকাল

রাজধানীর জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৭ মে) রাত সাড়ে দশটার দিকে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুফাতো ভাই ও রাজধানী জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শিক্ষক মাওলানা ফাহিম সিদ্দিকী।

তিনি জানান, ভাইয়া (মাওলানা ফখরুল ইসলাম) মাগরিবের নামাজের পরও দীর্ঘ সময় ধরে আমার আব্বুর (মাওলানা ইয়াহইয়া জাহাঙ্গীর) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এতো তাড়াতাড়ি তাকে হারাতে হবে ভাবিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

মাওলানা ফাহিম সিদ্দিকী জানান, তিনি পরিবারসহ বসবাস করতেন খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি ফ্লাটে। তারাবির পরপর তার বাসায় চোর এসেছিল। তখন তিনি চোরকে ধাওয়া করেন। চোর ধাওয়া খেয়ে পাঁচতলার ছাদে উঠে যায়। তিনি তখন চোরের পিছু নিয়ে ছাদে গেলে চোর তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আমরা তাকে নিচে মৃত অবস্থায় পেয়েছি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!