মিরপুরের মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাবে ভর্তি চলছে

রাজধানীর মিরপুর-১২ এর অন্তর্গত ও ১০/৬ পল্লবীতে অবস্থিত আরবি, ইংরেজি ও আমলী মাদরাসা ‘মাদরাসা মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাব’। মাদানি নেসাবের ১ম বর্ষ ৬ষ্ঠ বর্ষ পর্যন্ত ক্লাস রয়েছে এ মাদরাসায়। পাশাপাশি হিফজুল কুরআন বিভাগ ও আদর্শ নূরানী বিভাগ রয়েছে। মাদরাসার প্রধান মুরুব্বি হিসেবে আছেন ঢালকানগর মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ। মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতী মুহীউদ্দীন কাসেমীর ছোট ভাই মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ। তিনি ঢালকানগর মাদরাসায়ই সূচনা ও ফারাগাত পুরোটাই করেছেন।

কিতাব বিভাগে মাদরাসা মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাব সিলেবাস-
১ম বর্ষ : তাইসির বা মিজান পড়ুয়া কিংবা হিফজ সমাপনী ছাত্রদের জন্য আরবি ভাষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলা ভাষা চর্চা, আরবিতে কথোপকথন ও হস্তাক্ষর প্রশিক্ষণসহ আরব বিশ্বের মানসম্মত কিতাবকে সিলেবাসভুক্ত করে পাঠদান করানো হয়। এ বিভাগে ছাত্র কোটা সংখ্যা মাত্র ২৫ জন।

দ্বিতীয় বর্ষ : আরবি ভাষায় লিখন, পঠন, বক্তব্য ও আরব বিশ্বের মানসম্মত কিতাব সিলেবাসভুক্ত করে পাঠদান করানো হয়। ছাত্র কোটা : ২০ জন।

৪র্থ বর্ষ : ইংরেজিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে নাহবেমীর ও হেদায়েতুন্নাহু জামাতের নির্বাচিত কিতাব সিলেবাসভুক্ত করে পাঠদান করানো হয়। ছাত্র কোটা : ২০ জন।

৫ম বর্ষ : ইংরেজি ভাষায় সর্বাধিক গুরুত্ব দিয়ে কাফিয়া জামাতের কিতাব পাঠদািন করানো হয়। ছাত্র কোটা: ১৫ জন।

ষষ্ঠ বর্ষ : শরহে বেকায়া জামাতের বেফাকের কিতাব পাঠদান করানো হয়। ছাত্র কোটা ১৫ জন।

মক্তব বিভাগ : আরবি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে অত্যান্ত যত্মসহকারে আদর্শ ও অভিজ্ঞ উস্তাদের মাধ্যমে ছাত্রদের পড়ানো হয়। ছাত্র কোটা: ২৫ জন।

নাজেরা বিভাগ : আরবি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে। ছাত্র কোটা : ২৫ জন।

হিফজ বিভাগ : আমলী পরিবেশে মাত্র তিন বছরে আন্তর্জাতিকমানের হাফেজ ও আল্লাহওয়ালা বানানোর পাঠশালা হলো মাদরাসা মারকাযুস সুন্নাহ তাহিয়্যাতুত তুল্লাব। ছাত্র কোটা : ৪০ জন।

মাদরাসায় যাতায়াতের ঠিকানা : মিরপুর সাড়ে এগারো থেকে দুয়ারীপাড়া রোডে প্রথম ডান দিকের গলিতে ঢুকে প্রথম বাম দিকের গলিতে মাদ্রাসা। ১০/৬, পল্লবী, মিরপুর- ঢাকা।

আমাদের লক্ষ্য : আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতার সাথে সাথে প্রতিটি ছাত্র কে আল্লাহওয়ালা বানানো।

ভর্তির সময় : সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমেও ভর্তির সুযোগ রয়েছে।

যোগাযোগ করুন : ০১৯৩৪৮৮২৬৯৯।  http://msunnah.com

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!