মুতাওয়াসসিতাহ মারহালায় মেধা তালিকায় শীর্ষে যারা

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (১০ মে) সোমবার দুপুর ১২ টায় রাজধানীর যাত্রাবাড়ী কাজলা বেফাকের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে মুতাওয়াসসিতাহ মারহালায় যারা মেধা তালিকার শীর্ষে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।

মুতাওয়াসসিতাহ (পুরুষ) : মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ময়মিনসিংহের দারুল উলুম নিযামিয়া মধ্যবাড়ো মাদরাসার মাহবুব উল্লাহ মুআজ, প্রাপ্ত নম্বর ৬৯১, দ্বিতীয় স্থান অধিকার করেছে নারায়নগঞ্জ র জামিয়া রব্বানিয়া আরাবিয়ার মাহমুদুর রহমান, প্রাপ্ত নম্বর ৬৮৮, তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে ৬ জন- ১. ত্বলহা বিন শাকির দারুল উলুম নিযামিয়া মধ্যবাড়েরা মােমেনশাহী ২. ফখরুল ইসলাম, ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা ৩. নারায়নগঞ্জের জামিয়া রব্বানীয়ার মাে: সাঈদ আহমাদ, ৪. মুহাম্মাদ কেফায়াতুল্লাহ ৫. আব্দুল্লাহ বিন উমর। ৬. মাহদী হাসান সিয়াম মারকাযু ফয়যিল কুরআন, মিরপুর, ঢাকা। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬।

মুতাওয়াসসিতাহ (মহিলা) : বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা জেলার তালীমুল কুরআন বালিকা মাদরাসার মােসা: মালিহা আক্তার ফাতেমা, প্রাপ্ত ৬৮৭, ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। উম্মে হানী, আয়েশা সিদ্দীকা ঢাকা নগর মাদরাসা ঢাকা, মােসা: সাওদা জান্নাত জামিয়াতুল ইসলাহ ঠাকুরগাঁও, তাদের প্রাপ্ত নম্বর ৬৭৫, তৃতীয় স্থান অধিকার করেছে যৌথ ভাবে ২ জন মােসা: যানজাবিল খাতুনে জান্নাত ইসলামিয়া মহিলা মাদরাসা, বি-বাড়ীয়া, সাইদা আক্তার জান্নাতুন নিসওয়ান মাদরাস, মনােহর বাজার শরীয়তপুর।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!