মুফতি আবদুস সালাম চাটগামীর ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।

আজ (৮ সেপ্টেম্বর) বুধবার বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ‍্য অফিসার মোঃ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত আওয়ার ইসলামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী।

এর আগে আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় সপ্তাহখানেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার রাত ১১ টায় হাটহাজারী জামিয়ায় মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জানাজার নামাজ অনুষ্ঠি ত হবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!