মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে ইসলামী দলসমূহের শোক

উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক, প্রধান মুফতি মুফতিয়ে আজম (গ্রান্ড মুফতি) আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বাংলাদেশের ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা বলেন, ‘আব্দুস সালাম চাটগামী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন। তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন।
খেলাফত মজলিস : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার বিকালে দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক যৌথ শোক বাণীতে তারা এ শোক জানান। শোকবাণীতে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মুফতি আবদুস সালাম রহ. ছিলেন দেশের একজন স্বনামধন্য আলেমে দ্বীন। তিনি ছিলেন দেশ সেরা একজন ফকিহ। ইসলামের যুগ জিজ্ঞাসার অনেকগুলো জওয়াব তিনি ফতোয়ার কিতাবগুলোতে লিখেছেন যা সকলের কাছে সমাদৃত। আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।মুফতি আবদুস সালাম চাটগামীর রহ. এর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। চরমোনাই পীর বলেন, মুফতী আব্দুস সালাম ছিলেন একজন মুহাক্কিক ও প্রথিতযশা আলেমেদীন। দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম। মুফতী আব্দুস সালাম রহ.এর হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মহান বুজুর্গ এবং শীর্ষ আলেমেদীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশ : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশ।আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শাইখ জিয়াউদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এ শোক জানান। তারা বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী একজন বিদগ্ধ আলেম হিসেবে দীন ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। এমন একজন উঁচু মাপের আলেমেকে হারিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষত কওমী অঙ্গন শোকে মুহ্যমান। মুফতী আব্দুস সালাম চাটগামীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও দরজা বুলন্দী কামনা করেন তারা।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আল্লামা চাটগামী একজন অত্যন্ত উচ্চমান সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামী আইন বিশারদ ছিলেন। দেশ-বিদেশে তার লাখো সাগরেদ ওলামা-মাশায়েখ ছড়িয়ে আছে। জীবনের দীর্ঘ সময় ধরে তিনি ইসলামী আইন গবেষণা এবং ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি তার ইলমের গভীরতা, পাণ্ডিত্য এবং সম্মোহনী ব্যক্তিত্বের কারণে দেশের পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক ভাবে সুপরিচিত। অভিভাবক শূন্যতার এই সময়ে তার মতো একজন অভিভাবক কে হারিয়ে দেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার মাঝে এক বিরাট শুন্যতার সৃস্টি হয়েছে। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, অসংখ্য আলেমের ওস্তাদ,আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী ছিলেন উপমহাদেশের শীর্ষ স্থানীয় একজন মুফতি ও বিজ্ঞ আলেমেদ্বীন। তার মৃত্যুতে জাতি আর একজন বিজ্ঞ আলেম কে হারালো। তার মত বিজ্ঞ আলেমের শূন্যস্থান পূরণ হবার নয়। তিনি দীর্ঘদিন যাবৎ হাটহাজারী মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী তালিম তরবিয়তের অঙ্গনে তার দ্বীনের খেদমত জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, ভক্ত, গুনগ্রাহী ও অসংখ্য ছাত্রবৃন্দের প্রতি সমবেদনা জানান তিনি।
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ- একাংশ : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, তাঁর ইন্তেকালে বিশ্ববাসী একজন ইসলামিক আইনশাস্ত্রবিদকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত মজলিস : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজীজ। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ শোক জানান। নেতৃদ্বয় বলেন, মুফতি আব্দুস সালাম চাটগামী ছিলেন একজন ইসলামী আইনশাস্ত্রবিদ মুফতি ও বিজ্ঞ আলেমেদ্বীন। তার মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আলেম ও আইনশাস্ত্রবিদকে হারালো। যা পূরণ হবার নয়। তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসায় সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। রুহের মাগফিরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, আল্লাহ তাআলার দরবারে মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান ও শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তাওফিক কামনা করেন তারা।