মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে শিক্ষা বোর্ডসমূহের শোক

উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক, প্রধান মুফতি মুফতিয়ে আজম (গ্রান্ড মুফতি) আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছে বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডসমূহ। শোকবার্তায় তারা বলেন, আল্লামা আব্দুস সালাম চাটগামী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন।

আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ :আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাকরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়াম্যান মুফতি আরশাদ রাহমানী। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। তিনি বলেন, তিনি ছিলেন সৎ, সাহসী, নির্ভীক, বিনয়ী ও প্রাজ্ঞ ফকিহ। তার ইন্তেকালে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। সবার কাছে তিনি ছিলেন আস্থাবান মুরুব্বি, হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল। যুগশ্রেষ্ঠ এ মনীষীর ইন্তেকালে দিশেহারা এ জাতির অপূরণীয় ক্ষতি হলো। মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী আমরণ ইখলাস ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তার ত্যাগ-তিতিক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অঙ্কিত থাকবে। তার শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদেরকে ‘সবরে জামীল’ ইখতিয়ার করার তাওফিক দান করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন। আমীন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গা : আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গার সভাপতি মুফতি রুহুল আমীন। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। মুফতি রুহুল আমীন বলেন, মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ছিলেন একজন বহুমুখী মুহাক্কেক আলেম। যে কোন বিষয়ে তাঁর তাহকিক ছিল অতুলনীয়। যে কোন ধরনের কঠিন কঠিন মাসলা খুব সহজেই সমাধান দিতেন। তাঁর লিখিত কিতাব শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। হাদিসের তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী আমার খুব কাছের উস্তাদ এবং পারিবারিক মুরব্বী। তিনি আমার পরিবারের সবাইকে ছদর ছাহেব হুজুর রহ.-এর নেসবাতে খুব মহাব্বাত করতেন এবং ছদর ছাহেব হুজুর রহ.-এর আশেক ছিলেন। তাঁর ইন্তেকালে আমি একজন অভিভাবক হারালাম আর জাতি একজন বিদগ্ধ আলেম হারাম। তাঁর এ শূণ্যতা কখনোই পুরণ হবার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!